sme-loan-application-bangla

ব্যাংক এশিয়ার সাথে বাসায় বসে এসএমই (SME) ঋণের আবেদন!

এই ঋণটি ব্যবসায়ের সম্প্রসারণের জন্য ও উৎপাদন অথবা সার্ভিস সেক্টরের ব্যবসায়ের স্থায়ী সম্পদ ক্রয়ের জন্য ফান্ডের প্রয়োজন মিটাতে ডিজাইন করা হয়েছে।

ব্যাংক এশিয়া বাংলাদেশে SME খাতের প্রবৃদ্ধি বাড়ানোর জন্য উদ্যোক্তাদের ঋণ সুবিধা হিসাবে এসএমই বা ক্ষুদ্র ও মাঝারি ঋণ দিয়ে থাকে। এই ঋণটি ব্যবসায়ের সম্প্রসারণের জন্য ও উৎপাদন অথবা সার্ভিস সেক্টরের ব্যবসায়ের স্থায়ী সম্পদ ক্রয়ের জন্য ফান্ডের প্রয়োজন মিটাতে ডিজাইন করা হয়েছে। এসএমই ঋণের উপর বর্তমানে সুদ ৯%।

কারা এই ঋণ পাবে?

 • একজন বাংলাদেশ নাগরিক যার ঋণ  পরিশোধ করার ক্ষমতা আছে। 
 • বৈধ বাণিজ্য লাইসেন্স আছে। 
 • ব্যবসায়টি কমপক্ষে ২ বছরের জন্য সচল।  
 • প্রধান আবেদনকারীর বয়স সর্বাধিক ৪৫ বছর। 
 • যোগ্য সত্তা: একক মালিকানা ফার্ম, অংশীদারি ফার্ম, বেসরকারী ‘লিমিটেড’ কোম্পানি।

বেনিফিটস

 • নতুন উদ্যোক্তার জন্য জামানত ছাড়াই মেয়াদী ঋণ ৫০,০০০ টাকা থেকে  ১০,০০,০০০ টাকা পর্যন্ত।
 • নতুন উদ্যোক্তার জন্য জামানতসহ মেয়াদী ঋণ ১০,০০,০০০ টাকা থেকে  ২৫,০০,০০০ টাকা পর্যন্ত। আবাসিক / বাণিজ্যিক সম্পত্তি / নগদযোগ্য সিকিওরিটি জামানত/ ইত্যাদি কোলাটেরাল হিসেবে গ্রহণ করা হয়।

প্রয়োজনীয় কাগজপত্র

 • নবায়নকৃত ট্রেড লাইসেন্স
 • ব্যবসায়ের নামে ব্যাংক অ্যাকাউন্ট (কারেন্ট অ্যাকাউন্ট)
 • জাতীয় পরিচয়পত্র
 • ড্রাগ লাইসেন্স (শুধুমাত্র ঔষধ ব্যবসায়ের জন্য)
 • বিএসটিআই সার্টিফিকেট (খাদ্য উত্পাদনকারী ব্যবসায়ের জন্য)
 • ডিসির অনুমোদন (ডিজেল এবং অ্যাসিড ব্যবসায়ের জন্য)
 • পেট্রোবাংলার সার্টিফিকেট (ডিজেল এবং অক্টেন ব্যবসায়ের জন্য)
 • সর্বশেষ ১ থেকে ৩ বছর ব্যাংকের স্টেটমেন্ট (ব্যাংকের ভিত্তিতে চাহিদা আলাদা হতে পারে)
 • দোকান/ঘর ভাড়া চুক্তি
 • পজিশনের দলিল
 • টিআইএন (TIN) সার্টিফিকেট
 • ভ্যাট সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)
 • বিদ্যুৎ বিল
 • টেলিফোন বিল
 • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (সর্বশেষ)
 • কর্মীদের নাম, পদবি, এবং মাসিক বেতনের তালিকা
 • IRC এবং IRE সার্টিফিকেট (রপ্তানি ও আমদানি ব্যবসায়ের জন্য)
 • মজুদ মাল এবং তার বর্তমান মূল্যের তালিকা  
 • স্থায়ী সম্পদের তালিকা ও মূল্য
 • দেনাদারদের তালিকা
 • পাওনাদারদের তালিকা
 • যে কোনও জায়গা থেকে বর্তমানে উপস্থিত ঋনের বিবরণ (যদি থাকে)
 • বাংলাদেশ ব্যাংকের CIB (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) রিপোর্ট, এখানে উল্লেখ্য  যে, নির্দিষ্ট ব্যাংক উদ্যোক্তাকে সিআইবি ফর্মটি পূরণ করার জন্য দেয় এবং বাকি সিআইবি রিপোর্ট এর কাজ ব্যাংক দ্বারা সম্পন্ন হয়। 
 • ঋণ আবেদনকারী এবং গ্যারান্টারের পাসপোর্ট সাইজের ছবি, এখানে এটি উল্লেখযোগ্য যে, আর্থিক সংস্থা চাইলেই  একাধিক গ্যারান্টর নিতে পারে। 
 • গ্যারান্টর একজন ব্যবসায়ী হলে তার ট্রেড লাইসেন্স এবং  CIB রিপোর্ট
 • ব্যবসায়ে বিগত এক বছরের বিক্রয় এবং  লাভের হিসাব
 • প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠান হলে সার্টিফিকেট অব ইনকরপোরেশন এবং মেমোরেন্ডাম অব আর্টিক্যালস
 • প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠান হলে আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণের সিদ্ধান্তের রয়ে রেজোলিউশন
 • অডিটকৃত আর্থিক বিবৃতি, ব্যালেন্স শীট, লাভ-লোকসানের অ্যাকাউন্ট, Cash Flow  বিবরণী, ট্রেড অ্যাকাউন্ট (লিমিটেড কোম্পানির জন্য)
 • বর্তমান গ্রাহক / ক্লায়েন্টের তালিকা (লিমিটেড কোম্পানির জন্য)
 • জয়েন্ট স্টক কোম্পানি থেকে নিবন্ধিত এবং নোটারি পাবলিক দ্বারা নোটারাইজড   পার্টনারশীপ দলিল (অংশীদারিত্ব ব্যবসায়ের জন্য)
 • ঋণ গ্রহণের জন্য অংশীদারদের রেজোলিউশন

Share this post

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on email
Share on print
en_USEnglish